হোম > সারা দেশ > পাবনা

বদলির ২ দিন পর রেস্টহাউসে বিদ্যুৎ প্রকৌশলীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

কাজে যোগ দেওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ছলিমপুরে পাওয়ার গ্রিড কোম্পানির জয়নগর রেস্টহাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাজে যোগ দেওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ছলিমপুরে পাওয়ার গ্রিড কোম্পানির জয়নগর রেস্টহাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ি এলাকার মসলেম উদ্দিনের ছেলে এবং ঈশ্বরদী পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি শাখার উপসহকারী প্রকৌশলী। জয়নগরের ওই রেস্টহাউসে থাকতেন।

এ বিষয়ে রেস্টহাউসের তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজ (বুধবার) সকালে রান্না করতে এসে তিনি রেস্টহাউসের দোতলায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দিলে বেলা সোয়া ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে লুঙ্গি ছিল।

পিজিসিবি স্থানীয় শাখার প্রশাসনিক সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শামীম হোসেন পাওয়ার গ্রিড ঢাকার (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে দুই দিন আগে সোমবার (২১ এপ্রিল) ঈশ্বরদী পিজিসিবির জিএমডি শাখায় যোগাদান করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো কেউ জানাতে পারেনি।

শামীমের বাবা মসলেম উদ্দিন বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছি না। মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়েও সে আত্মহত্যা করতে পারে। ইতিপূর্বে শামীম বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিল।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এখনো কিছু বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান