হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল ভাঙচুর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

পাবনার চাটমোহরে সংঘর্ষকালে ভাঙচুর করা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

পাবনার চাটমোহরে আর্থিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুরে আজ সোমবার সকালে এই সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রতনপুরের আয়নাল হকের সঙ্গে একই গ্রামের জিনাপ আলি জনির পিকআপ ভ্যান কেনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। জিনাপ ভ্যান কেনায় অংশীদার হবেন না বলে টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আজ বেলা ১১টার দিকে জিনাপের সঙ্গে আয়নালের তর্কাতর্কি হয়। একপর্যায়ে জিনাপ লোকজন নিয়ে চাটমোহর রেলবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে এসে আয়নাল ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক মোজাইয়ের মুদিদোকান। এ সময় আয়নালের লোকজন উল্টো জিনাপের লোকজনের ওপর হামলা চালান এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। সংঘর্ষে আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তিরা হলো মথুরাপুর গ্রামের সাইদুল ইসলাম (৩২), রতনপুরের আফছার বিশ্বাস (৫৫), রাজু প্রাং (৩০), মাহমুদুল হাসান (১৬), মোসলেম উদ্দিন (২৬), মোজাম্মেল হক মোজাই (৫৫), রেজাউল, চক উথুলী গ্রামের ফয়সাল হোসেন (২৮), অমৃতকুণ্ডা গ্রামের লিপু বিশ্বাস (৪৫) ও খোকন হোসেন (৩০)।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে আগামী বুধবার বসার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত আয়নাল এখন বিএনপি পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করাসহ মোটরসাইকেল ভাঙচুর করেছে।’

অন্যদিকে ইউপি সদস্য মোজাম্মেল বলেন, ‘আয়নাল বিএনপির কর্মী। জিনাপ আলি লোকজনকে সঙ্গে নিয়ে এসে আয়নালের বাড়িতে ও আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এলাকার লোকজন শুধু তাদের প্রতিহত করে।’

এ বিষয়ে চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ভাঙচুর করা চারটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়