হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে ছিল করোনা রোগীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে করোনা আক্রান্ত এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মনসুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তাঁর করোনার লক্ষণ দেখা দেয়।

এরপর নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকিনি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তাঁর পড়ে যাওয়ার শব্দ পান।

কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাঁকে উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন।

আমিনুল ইসলাম কটন আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা ধারণা করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গেছেন।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’