রাজশাহীর বাঘায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাঘা বাজারের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরে বাঘা বাজারের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার সিটি ফার্মেসির মালিক আলহাজ আনিছুর রহমান আঞ্জুকে ৫ হাজার টাকা, ইস্তেয়াক ফার্মেসির মালিক কোয়েল হোসেনকে ৫ হাজার টাকা ও জননী ফার্মেসি মালিক রাকিবুল হাসান মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। যেকোনো ধরনের অভিযোগ পেলে আমাদের জানালে আমরা এ ব্যাপারে আইনগত তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’