হোম > সারা দেশ > রাজশাহী

ওষুধের দাম নিয়ে বিরোধ: চিকিৎসকের রগ কেটে দিলেন অপর চিকিৎসক

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজারে ওষুধের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসকের হাতের রগ কেটে দিয়েছেন ওসমান গণি (৪৩) নামের অপর এক চিকিৎসক। আহত আশরাফুলকে আহত অবস্থায় প্রথমে নাটোর জেলা হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওসমান গণি জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে জালালাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জালালাবাদ বাজারে পাশাপাশি ওষুধের দোকান আশরাফুল ও ওসমান গণির। আশরাফুল পেশায় নতুন হলেও ওসমান গণি পুরোনো পল্লিচিকিৎসক।

বিভিন্ন সময় সমিতির নির্ধারিত দামের চেয়ে কমবেশি দামে ওষুধ কেনাবেচা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল।

সোমবার ৫৫ টাকার একটি মলম এক ব্যক্তি ৩৮ টাকায় কেনেন ওসমানের দোকান থেকে। এটা জেনে আশরাফুল ওসমানের নিকট সমিতির নির্ধারিত দামে বিক্রি না করার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনা বিকেলে মীমাংসা করে দেন বাজারের অন্য ব্যবসায়ীরা। রাত সাড়ে ৮টার দিকে অতর্কিতভাবে ওসমান ও তাঁর ভাতিজা কাওসার আশরাফুলের দোকানে এসে তাঁকে মারপিট শুরু করেন। হাত দিয়ে নিজেকে রক্ষা করতে গেলে ওষুধের পাতা কাটার কাঁচি আশরাফুলের ডান হাতে ঢুকিয়ে দেন ওসমান।

আশরাফুলের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালে গেলে স্থানীয় সাংবাদিকদের বাধা দেন ওসমান গণির আত্মীয় ইসলামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগে আহত আশরাফুল ইসলাম বলেন, ‘ওসমান কেন ওষুধের দাম সমিতির বেঁধে দেওয়া দামের চেয়ে কম রেখেছে, সেটাই শুধু জানতে চেয়েছিলাম। তারপর রাতে তার ভাতিজাকে এনে আমার হাতে আঘাত করে।’

তবে অভিযুক্ত ওসমান গণি বলেন, ‘কম দামে ওষুধ বিক্রির জন্য আমার দোকানে এসে আশরাফুল শাসিয়ে যায়। সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে একটু হাতাহাতি হয়েছে। এ সময় সে আমাকে আঘাত করতে গিয়ে তার হাতে থাকা কাঁচি তার হাতেই ঢুকে যায়। আমি নিজেও আহত। হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।’

নাটোর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, আশরাফুলের হাতের রগ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাঁকে রামেকে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুই চিকিৎসকের পূর্ববিরোধে এমন ঘটনা ঘটেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী