হোম > সারা দেশ > রাজশাহী

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন একই কলেজের তিন শিক্ষক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় একই কলেজের তিনজন শিক্ষক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নিজ নিজ এলাকা থেকে বিজয়ী হন তাঁরা। তিনজনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন বলে জানা গেছে।

বাউসা ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা অভিযোগে করা মামলায় বর্তমানে তিনি কারাগারে। জেল থেকেই নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। 

অপরদিকে একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাববিদ্যা বিষয়ের শিক্ষক। রফিকুল ইসলাম রফিক আড়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। 

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন থেকে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কৃত) ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। 

এ বিষয়ে আড়ানি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা করি। নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করি। আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয়বারের মতো নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। অন্য দুজন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক