হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, আটক ১

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় গোলাম রব্বানী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ধাওয়া করে ধারালো অস্ত্রসহ শান্ত মাহমুদ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

আজ সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে। 

শান্ত আশোকলা গ্রামের স্বপন মিয়ার ছেলে। আহত গোলাম রব্বানী নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি গ্রামের ধলু মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। 

নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, শান্ত মাহমুদ নামের ওই যুবক ছাড়াও আরও তিন-চারজন হঠাৎ গোলাম রব্বানীর ওপর হামলা করে চায়নিজ কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশু ও আহত হন। তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেছে। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করলে পালানোর সময় চায়নিজ কুড়ালসহ শান্তকে আটক করা হয়।

শাহ আলম আরও বলেন, গোলাম রব্বানীকে পা ও কোমরে কোপানো হয়। তাঁর অবস্থা গুরুতর। মিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। কী কারণে গোলাম রব্বানীর ওপর হামলা করা হলো নিশ্চিত হওয়া যায়নি। 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলা করা হয়েছে। আটককৃত মিশু পুলিশের হেফাজতে রয়েছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর