হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে প্রতিদিনই যমুনা নদীর পানি বেড়ে চলেছে। দ্রুত গতিতে পানি বাড়ার কারণে প্লাবিত হচ্ছে নদীর চরাঞ্চল। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন নদী পাড়ের মানুষেরা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭০ মিটার। বিপৎসীমা ১২.৯০ সেন্টিমিটার। 

গত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গত চার দিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে যমুনা নদীর পানি। এর আগে সোমবার (৩ জুন) ৩০ সেন্টিমিটার, মঙ্গলবার (৪ জুন) ৩৭ সেন্টিমিটার ও বুধবার (৫ জুন) ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 

একই সময়ে জেলার কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে যমুনা নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ৫৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। 

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টা যমুনা নদীর পানি বাড়তে থাকবে। শাহজাদপুর উপজেলার জালালপুর ও পাচিল এলাকায় কিছু ভাঙন রয়েছে।’ ভাঙন রোধে জিও ব্যাগ ভর্তি বালির বস্তা ফেলা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক