হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তাঁর নাম পাপ্পু (২৫)। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন।

পাপ্পুর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাঁতি গ্রামে। বাবার নাম সাহেব।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়ি এসেছিলেন সিকিউরিটি সার্ভিসের কর্মী পাপ্পু। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যান তিনি। এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে রামেক হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন। 

মৃত পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তাঁর স্বামী মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। ঈদের দুই দিন আগে সেখানেই জ্বর হয়। জ্বর নিয়ে ঈদের পরদিন বাড়িতে আসেন। তারপর তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, ২ জুলাই পাপ্পুকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ৪ জুলাই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। 

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, গত জুন মাস থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়েছে। শনিবার আটজন রোগী চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত ২৭ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এই মৌসুমে চিকিৎসা নিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে পাপ্পুই প্রথম মারা গেলেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার