হোম > সারা দেশ > রাজশাহী

মায়ের সামনেই বাসচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ভদ্রা মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে মায়ের সামনেই বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসটি ওই শিশুর শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড়ে।

দুর্ঘটনার পর ছোট আরেক মেয়েকে নিয়ে শিশু মারিয়ার লাশের পাশে সড়কে বসেছিলেন তার মা। এ সময় বিক্ষুব্ধ লোকজন ভদ্রা মোড়ে কয়েকটি বাস ও আন্তজেলা বাসের টিকিট কাউন্টার ভাঙচুর করে। পরে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নগর পুলিশের কুইক রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিশু মারিয়া রাজশাহী নগরীর মেহেরচণ্ডি দায়রাপাক এলাকার হাসান মোল্লার মেয়ে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় চড়ে সাহেববাজার যাচ্ছিলেন নিহত মারিয়ার মা। ভদ্রা মোড়ের অটোরিকশা স্ট্যান্ডের কাছে অন্য একটি অটোরিকশা তাদের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মারিয়া ছিটকে পড়লে পদ্মা নামে একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা বাসটি নওগাঁর। দুর্ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে গেছে। পরিস্থিতি এখন শান্ত। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা করা হবে।’

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’