হোম > সারা দেশ > রাজশাহী

শরীরে পেট্রোল ঢেলে আগুন, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শরীরে পেট্রোল ঢেলে মো. রাফি (২৪) নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

রাফি নগরীর হেতেমখাঁ এলাকার মো. বাবলুর ছেলে। তাঁর মা রামেক হাসপাতালের একজন আয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন রাফি। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তা দেখে দ্রুত রাফিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দু-এক পরেই তাঁর মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন। 

রাফির মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে রাফির নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কি না, তা জানি না। খোঁজ নিতে হবে।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা