হোম > সারা দেশ > রাজশাহী

শরীরে পেট্রোল ঢেলে আগুন, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শরীরে পেট্রোল ঢেলে মো. রাফি (২৪) নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

রাফি নগরীর হেতেমখাঁ এলাকার মো. বাবলুর ছেলে। তাঁর মা রামেক হাসপাতালের একজন আয়া। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন রাফি। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তা দেখে দ্রুত রাফিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। 

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টা দু-এক পরেই তাঁর মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন। 

রাফির মায়ের বরাত দিয়ে তিনি আরও জানান, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। 

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘রাতে রাফির নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কি না, তা জানি না। খোঁজ নিতে হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর