হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার তিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 

আহত অটোরিকশা চালক সাইফুল ইসলামকে (৬০) সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাসপাড়া মহল্লায়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের মো. জিয়া (২২) সাইদুল ইসলাম (২১) ও একই গ্রামের এক কিশোর (১৭)। 

ওসি সিরাজুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে সাইফুল ইসলামের অটোরিকশা ১০০ টাকা ভাড়া চুক্তি করে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নিয়ে যায় ওই তিন যুবক। সেখানে অটোরিকশা চালককে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রাস্তার পাশে ড্রেনে ফেলে রাখে। পরে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 

ওসি আরও জানান, আজ সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় টহল পুলিশ ওই তিন যুবকের গতিবিধি সন্দেহ হলে ছিনতাই করা অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা চালকে আহত অবস্থায় হাসপাতালে পায় পুলিশ। এ ঘটনায় দস্যুতার ও অটোরিকশা চালকে পিটিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন কিশোরকে গাজিপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ