হোম > সারা দেশ > বগুড়া

ঈদের দিন বাসচাপায় বাবা-ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

বগুড়া ও শাজাহানপুর প্রতিনিধি

আটক বাসচালক। ছবি: আজকের পত্রিকা

ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ জুন) রাতে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে বাসটিও।

গ্রেপ্তার বাসচালকের নাম জসিম উদ্দিন ওরফে ‘নানা’। তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে বসবাস করেন তিনি।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. শহিদ উল্লাহ। তিনি জানান, ৭ জুন ঈদের দিন শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় নিহত হন মো. চাঁন মিয়া (৩৫) ও তাঁর পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিল তারা। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। তিনি দীর্ঘদিন নাবিল পরিবহনে চাকরি করেছেন এবং দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনার পরদিন নিহত চাঁন মিয়ার বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন। এরপর হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের একটি বাস। ওই বাসটিই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে। বাস ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি