হোম > সারা দেশ > রাজশাহী

দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকা নামাজ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার জামে মসজিদের উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নামাজের আয়োজন করা হয়। 

এতে ইমামতি করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম। 

নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজে মুসল্লিরা আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান। এ সময় মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকুলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন। 

মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য তাঁরা নামাজ আদায় করেন। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ