হোম > সারা দেশ > রাজশাহী

দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকা নামাজ

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার জামে মসজিদের উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নামাজের আয়োজন করা হয়। 

এতে ইমামতি করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম। 

নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজে মুসল্লিরা আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান। এ সময় মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকুলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন। 

মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ, অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। যার ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মানুষ গরমে ও দাবদাহে ঘর থেকে বের হতে পারছেন না। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ জন্য তাঁরা নামাজ আদায় করেন। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার