নাটোরের লালপুরে দাবদাহ থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর বাজার জামে মসজিদের উদ্যোগে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে নামাজের আয়োজন করা হয়।
এতে ইমামতি করেন রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান। মোনাজাত পরিচালনা করেন লালপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন সালেহা বেগম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিফুল ইসলাম।
নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজে মুসল্লিরা আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে অনাবৃষ্টি দূর করে জমিনকে শীতল করার প্রার্থনা জানান। এ সময় মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে দাবদাহ ও অনাবৃষ্টি থেকে প্রাণীকুলকে রক্ষায় বৃষ্টি প্রার্থনা করা হয়। মুসল্লিরা কান্না জড়িতে কণ্ঠে মোনাজাত করেন।