হোম > সারা দেশ > রাজশাহী

ডিমের দাম বেশি নেওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খোঁড়া অজুহাতে রাজশাহীতে ডিমের অতিরিক্ত দাম নেওয়া ও তালিকা প্রদর্শন না করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এই জরিমানা আদায় করেন। অভিযানে তিনি তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। 

এর মধ্যে নগরীর সাহেববাজার এলাকার মেসার্স মারুফ এন্টার প্রাইজকে ডিমের অতিরিক্ত দাম নেওয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ হাজার টাকা, পিন্টু স্টোরকে এক হাজার টাকা ও মেসার্স আফিলুদ্দিন ডিম ভান্ডারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ডিমের দাম পাইকারি ১০ টাকায় বিক্রি হলেও এই প্রতিষ্ঠানগুলো পাইকারিতেই ১৩ টাকা বিক্রি করছিল। একটি ডিমে তারা ২-৩ টাকা লাভ করছেন। এ ছাড়া ডিমের মূল্য তালিকাও তারা প্রদর্শন করেননি। এ কারণে তাদের জরিমানা করে সাবধান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ