হোম > সারা দেশ > রাজশাহী

এবার সারদায় প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি। ছবি: সংগৃহীত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আটজন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া কনস্টেবলরা আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

তবে বিষয়টি নিয়ে একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার সঙ্গে কথা বলা যায়নি। কয়েক দফা ফোন করা হলেও ধরেননি পুলিশের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর। ফলে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা হলেন মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। তবে তাঁদের অব্যাহতির কোনো পত্র হাতে পাওয়া যায়নি।

একাডেমি সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত বছরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো প্রশিক্ষণ শেষ হয়নি। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজেরও আয়োজন করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। ১২ জানুয়ারি আবার এই কুচকাওয়াজ হতে পারে।

আজ আটজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়। জুমার নামাজের পর তাঁদের বিষয়টি জানানো হয়।

এর আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে সারদা পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হলো।

এদিকে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা