হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রলির সংঘর্ষ, নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলির চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নিহত ব্যক্তিরা হলেন ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) এবং তাঁর সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে। তাঁরা ট্রলিতে খড়িবোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি গোপাল কর্মকার বলেন, এই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ চলাচল করেন। যানবাহন চলে। তবে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যানও থাকেন না। তাই লাইনে ওঠার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনি চলে এলেও কিছু বুঝতে পারেননি ট্রলির চালক। এই ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও তাঁর সহযোগী নিহত হন। 

ওসি আরও বলেন, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নিহত দুজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ