হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রলির সংঘর্ষ, নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলির চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নিহত ব্যক্তিরা হলেন ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) এবং তাঁর সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে। তাঁরা ট্রলিতে খড়িবোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি গোপাল কর্মকার বলেন, এই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ চলাচল করেন। যানবাহন চলে। তবে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যানও থাকেন না। তাই লাইনে ওঠার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনি চলে এলেও কিছু বুঝতে পারেননি ট্রলির চালক। এই ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও তাঁর সহযোগী নিহত হন। 

ওসি আরও বলেন, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নিহত দুজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল