হোম > সারা দেশ > রাজশাহী

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনসংলগ্ন রাস্তাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকেরা বাইরে ঘোরে, ইউনূস সরকার কী করে’, ‘নিরাপত্তা নিশ্চিত করো, নইলে তোমার গদি ছাড়ো’, ‘মব সন্ত্রাসীর গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘নৈরাজ্যের গদিতে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ বলেন, ‘ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে আমাদের দুই বোনকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষকদের বিরুদ্ধে মামলা নেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। আপনার মতো অযোগ্য উপদেষ্টাকে আমরা চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের আহ্বান, এ ঘটনার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন।’

২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগের হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সজীব। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমাদের কোনো আত্মীয় নয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা এই সরকারকে দায়িত্ব দিয়েছি যেন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাদের গদি থেকে নামাতে বেশি সময় লাগবে না। চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় পুলিশ কোনো মামলা নেয়নি। যেখানে পুলিশ বাদী হয়ে মামলা করার কথা, তা-ও করা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।’

সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রাবেয়া মুহিব। এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, দর্শন বিভাগের শিক্ষার্থী শ্রেয়সী, চারুকলা অনুষদের শিক্ষার্থী গোপাল রায় প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার