পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানেশ্বর-চারঘাট সড়কের মৌগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেলের বাড়ি দুর্গাপুর উপজেলা সদরে। তিনি পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসাবে কর্মরত ছিলেন।
পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।