হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গণপিটুনি খেয়ে যমুনায় ঝাঁপ, পরে মিলল যুবকের লাশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।

গত রোববার রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনি খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবু মিয়া। এর আগে এই গণপিটুনিতে আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৩) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাশেদুল ইসলাম (৩২)।

মৃত বাবু মিয়া সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে।

আজ বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকার যমুনা নদীতে বাবুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাঁর স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ আইনগত প্রক্রিয়ায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাবু মিয়ার বিরুদ্ধে আগে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে কাজীপুর উপজেলার যমুনা নদীর চর এলাকা থেকে ৫-৬ জনের একটি দল গরু চুরি করে নৌকায় পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আরেকটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে গরু পা বাঁধা অবস্থায় পেলে উত্তেজিত জনতা তাদের ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী