হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ, ১০ জনের কারাদণ্ড

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলায় অভিযান চালিয়ে জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে নর্তকী, মেলা পরিচালনা পর্ষদের লোকজন, দর্শকসহ দেড় শতাধিক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় অবৈধভাবে মেলা পরিচালনা ও অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কিছু মদের বোতল জব্দ করা হয়।

কাজীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মেলায় যাত্রা, সার্কাস, বিচিত্রা, জাদু এগুলোর অনুমতি ছিল না। কিন্তু তারা জাদু দেখানোর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনী করে আসছিলেন। রাতে যৌথবাহিনী অভিযানে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আমার জানা মতে ৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেলার অনুমতি রয়েছে। আজকের দিনের মধ্যে প্যান্ডেল ভেঙে ফেলতে বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী জানায়, দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩০০ বছর ধরে সোনামুখী মেলা বসছে। এবারের চিত্র একটু ভিন্ন ছিল। মেলার শুরু থেকেই জাদু প্রদর্শনীর নামে তিন-চারটি প্যান্ডেলে প্রায় উলঙ্গ নাচ চলত। ৫০ থেকে ৮০ টাকায় টিকিট সংগ্রহ করে সেই নাচ দেখা যেত।

নাম প্রকাশ না করার শর্তে নাচ দেখা এক দর্শক বলেন, ‘নর্তকী উদাম শরীরে নাচ করে। ১০ টাকা দিলেই তার সঙ্গে আলিঙ্গন করা যায়। বিষয়টা খুবই খারাপ ছিল, যা বলার মতো না।’ 

আরেক দর্শক বলেন, ‘দেখতে আসলাম জাদু। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি খোলামেলা নাচানাচি। সম্পূর্ণ বিবস্ত্র শরীরে নাচছে নর্তকী। যা মুখে বলার মতো না।’

অভিযান চালানোর সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন