হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি হেরোইনসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ২৫ মামলার আসামি ফরিদ আহমেদকে (৩৯) হেরোইনসহ আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাটাখালী থানা-পুলিশের একটি দল কাপাসিয়ার সরকারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার এমাদপুর এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

জামিরুল ইসলাম বলেন, ফরিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা রয়েছে। বারবার তিনি মাদকসহ গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পেয়ে আবার এ কারবারে জড়িয়ে পড়েন। রাতে তিনি চারঘাটের টাংগন এলাকা থেকে হেরোইন নিয়ে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফরিদ আহমেদকে গ্রেপ্তার করে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় আরেকটি মামলা করা হয়েছে। ফরিদ টাংগনের দুই ব্যক্তির কাছ থেকে এ হেরোইন সংগ্রহ করেছিলেন তিনি। মামলায় তাঁদের পলাতক আসামি করা হয়েছে। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ফরিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা