হোম > সারা দেশ > রাজশাহী

বাবাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় বাবাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে যুবক রিজভি আহম্মেদের (২০) বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার নিহতের ভাই বাদী হয়ে রিজভি ও তাঁর স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেন।

আজ সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলীম (৪১) মারা যান। এর আগে গত সোমবার মধ্যরাতে উপজেলার গারামতলা-পূর্বকৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম কালাই উপজেলার গারামতলা-পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনার পর অভিযুক্ত রিজভি ও তাঁর স্ত্রী জান্নাতি বেগম পলাতক রয়েছেন।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বাবার অমতে ছেলে রিজভি বিয়ে করেন। এরপর স্ত্রী জান্নাতি বেগমের সঙ্গে ভিন্ন জায়গায় থাকতেন। এরই মধ্যে সোমবার স্ত্রীকে নিয়ে রিজভি বাড়িতে ওঠেন। ওই দিন মধ্যরাতে পারিবারিক কলহের জেরে রিজভি তাঁর বাবাকে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল আলীমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত রিজভি এবং তাঁর স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার