হোম > সারা দেশ > পাবনা

রূপপুরে রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সের্গেই প্লেশাকত (৩২) নামে এক রুশ নাগরিক মারা গেছেন। গতকাল বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সের্গেই প্লেশাকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। সের্গেই প্লেশাকত রূপপুরে ‘এনার্গোস্পেটসমতাঝ’ নামে একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

সের্গেই প্লেশাকত রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মাণাধীন গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের ১১৫ নম্বর কক্ষে বসবাস করতেন। 

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ বলেন, ‘বুধবার দুপুর আড়াইটার দিকে সের্গেই প্লেশাকত অসুস্থতা অনুভব করলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। এ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘রুশ নাগরিকের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের পর মরদেহ রাশিয়ায় তাঁর স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’ 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান