বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
মৃত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তনগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার কেওচা রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় গোবিন্দ ঘোষ ওই স্থান দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গোবিন্দ কানে কম শুনতেন। এ কারণে ট্রেনের শব্দ বা হর্ন শুনতে না পাওয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।