হোম > সারা দেশ > রাজশাহী

আসামি ধরতে গিয়ে মারধরে আহত দুই পুলিশ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় আসামি ধরতে গিয়ে মারধরে আহত হয়েছেন দুই পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত দুই পুলিশ হলেন—পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ও রবিউল ইসলাম। 

পুলিশ জানায়, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেনকে (৩৫) ধরতে যায় দুই উপপরিদর্শক। এ সময় আসামিসহ তাঁর পরিবারের লোকজন হামলা চালান। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রুবেল হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুবেলের নারীঘটিত একটি মামলায় এক বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে আজ দুপুরে তাঁকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক সেলিম রেজা ও রবিউল ইসলাম। এ সময় বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তাঁর মা, বউ ও ভাবি মিলে দুই কর্মকর্তার ওপর হামলা করেন। অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। 

ওসি আরও বলেন, পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হলেও পরিবারের সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যান। 

হামলাকারীদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা