সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
গ্রেপ্তার আলামিন সরকার (৩০) উপজেলার মুলকান্দি ছোট বেড়াখারুয়া চরের শান্ত সরকারের ছেলে।
ওসি আসলাম হোসেন জানান, আলামিনকে সোমবার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের যমুনার চরের মুলকান্দি দশখাদা গ্রাম থেকে মনিরুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করা হয়।