হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে নতুন ১০ তলা হল নির্মাণকাজের ফলক উন্মোচন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদের জন্য ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নির্মাণকাজ উদ্বোধনের পর প্রদর্শিত হলের নকশা ও স্থান পরিদর্শন করেন তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট এই হল নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলটিতে ছাত্রদের জন্য ৪৮২টি কক্ষ থাকবে। প্রতিটি কক্ষে দুই সিটে দুজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবেন। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ছয়টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। এটিই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০ তলা আবাসিক হল। 

নির্মাণকাজের উদ্বোধনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’