হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে নতুন ১০ তলা হল নির্মাণকাজের ফলক উন্মোচন

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদের জন্য ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নির্মাণকাজ উদ্বোধনের পর প্রদর্শিত হলের নকশা ও স্থান পরিদর্শন করেন তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০ তলাবিশিষ্ট এই হল নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলটিতে ছাত্রদের জন্য ৪৮২টি কক্ষ থাকবে। প্রতিটি কক্ষে দুই সিটে দুজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবেন। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ছয়টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। এটিই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০ তলা আবাসিক হল। 

নির্মাণকাজের উদ্বোধনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর