হোম > সারা দেশ > পাবনা

বিয়ে না পড়ানোয় ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

পাবনা প্রতিনিধি

অভিযুক্ত শাহাদতের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোয় ওসমান গনি মোল্লা (৬২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চণ্ডীপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নিহত গনি খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি ওই মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাতে মেয়েটিকে নিয়ে চণ্ডীপুর এলাকায় আসেন শাহাদত ও তাঁর দুলাভাই ইয়াসিন আলী। তাঁরা গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই তরুণীর বিয়ে পড়ানোর অনুরোধ করেন।

তবে শাহাদতের আগের পক্ষের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন মিলে ধারালো দা দিয়ে গনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁর সঙ্গে থাকা একজন কিশোর চিৎকার করে স্থানীয়দের খবর দিলে বাজারের নৈশপ্রহরীর সহায়তায় গনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদত হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনের বিয়ে না পড়ানোর কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদ্‌ঘাটন করা সম্ভব হবে। মামলার প্রস্তুতি চলছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার