হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রেমের অভিযোগ এনে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেরে এক স্কুলছাত্রী (১৫) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার মৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মান্দা থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামির নাম সাদ্দাম হোসেন (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে। 

মৃত স্কুলছাত্রীর চাচা জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর ভাতিজিকে প্রতিবেশী মোজাফফর হোসেনের মেয়ে রীমা বেগম কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নেন। এ সময় ওই বাড়িতে কয়াপাড়া গ্রামের বজলুর রহমানের মেয়ে সুইটি বেগম, তার মা আনজুয়ারা বিবি, রীমার স্বামী সাদ্দাম হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তারা কুসুম্বা দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের ছেলে শামীম হোসেনের সঙ্গে তাঁর ভাতিজির প্রেম চলছে এমন অজুহাত তুলে একটি ঘরে আটকে রাখে। পরে রীমার স্বামী সাদ্দাম হোসেন তাঁর ভাতিজিকে বিভিন্নভাবে নির্যাতনসহ শ্লীলতাহানি করে। 

মৃত স্কুলছাত্রীর বাবা বলেন, প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়ি থেকে ছাড়া পেয়ে মেয়ে বাড়িতে ফিরে ঘটনার কথা প্রকাশ করে দেয়। এ নিয়ে উভয় পরিবারের নারীদের মধ্যে বাগ্বিতণ্ডার ও ঝগড়া হয়। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। বাড়িতে ফিরে তারা ঘটনার বিষয়ে অবহিত হয়ে মেয়েকে সান্ত্বনা দেন। 

তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগ তুলে নির্যাতন ও শ্লীলতাহানির অপমান সইতে না পেয়ে সকলের অগোচরে মেয়ে বিষপান করে। বিষয়টি টের পেয়ে প্রথমে মান্দা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সে মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে