হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামের পাশে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের কর্মীসভা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সভায় উপস্থিত ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়। 

নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মিসভা হয়। সভায় আমি তখন বক্তব্য রাখছিলাম। ওই সময় বাইরে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কর্মী সভার ওপর তেমন কোনো প্রভাব পড়েনি।’ 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী সভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত অডিটোরিয়ামের বাইরের একটি দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক চাকু জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান