হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে ছাত্রলীগের কর্মিসভার পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামের পাশে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রলীগের কর্মীসভা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় সভায় উপস্থিত ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়। 

নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মিসভা হয়। সভায় আমি তখন বক্তব্য রাখছিলাম। ওই সময় বাইরে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কর্মী সভার ওপর তেমন কোনো প্রভাব পড়েনি।’ 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী সভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত অডিটোরিয়ামের বাইরের একটি দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক চাকু জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ