চাঁপাইনবাবগঞ্জে ধান খেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাঁওতাল পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকটির বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের ধান খেতে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হবে।’