হোম > সারা দেশ > রাজশাহী

ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তীব্র দাবদাহে পুড়ছে তানোর। অতিরিক্ত গরমে অসুস্থ হচ্ছে মানুষ। ঘরে ঘরে এখন জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগী। 

চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত গরমে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সাধারণ ফ্লুর মতো এসব ভাইরাস রোগের লক্ষণ দেখা দিলেও জটিলতার আশঙ্কা বেশি থাকে। সতর্ক থাকলে এসবের জটিলতা এড়ানো সম্ভব। সুতরাং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

তানোর পৌর শহরের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে ঘরের তিনজনই অসুস্থ। এ জ্বর যার হচ্ছে, সে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছে।

জিওল মোড়ের বাসিন্দা শাকিল হোসেন বলেন, হঠাৎ জ্বর। পরীক্ষা করে দেখা গেছে, করোনা নেই। চিকিৎসকেরা জানিয়েছেন ভাইরাস জ্বর। 

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, হঠাৎ অত্যধিক গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া; এমনকি মাঝেমধ্যে বৃষ্টি। কখনো গরম, কখনো ঠান্ডায় হচ্ছে ভাইরাস জ্বর। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাঁসদাক বলেন, এ জ্বরে মানুষ সাধারণত প্যারাসিটামল ও সর্দি-কাশির ওষুধে সুস্থ হয়ে যাচ্ছে। তাই বলে কোনো জ্বরকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে জ্বরের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন সাধারণ ফ্লু, ভাইরাস ফিভার, করোনা ও ডেঙ্গুর মতো সমস্যা। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা