হোম > সারা দেশ > রাজশাহী

ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির রোগী

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তীব্র দাবদাহে পুড়ছে তানোর। অতিরিক্ত গরমে অসুস্থ হচ্ছে মানুষ। ঘরে ঘরে এখন জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগী। 

চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত গরমে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। সাধারণ ফ্লুর মতো এসব ভাইরাস রোগের লক্ষণ দেখা দিলেও জটিলতার আশঙ্কা বেশি থাকে। সতর্ক থাকলে এসবের জটিলতা এড়ানো সম্ভব। সুতরাং জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

তানোর পৌর শহরের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে ঘরের তিনজনই অসুস্থ। এ জ্বর যার হচ্ছে, সে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছে।

জিওল মোড়ের বাসিন্দা শাকিল হোসেন বলেন, হঠাৎ জ্বর। পরীক্ষা করে দেখা গেছে, করোনা নেই। চিকিৎসকেরা জানিয়েছেন ভাইরাস জ্বর। 

তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, হঠাৎ অত্যধিক গরম ও রাতে ঠান্ডা আবহাওয়া; এমনকি মাঝেমধ্যে বৃষ্টি। কখনো গরম, কখনো ঠান্ডায় হচ্ছে ভাইরাস জ্বর। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাঁসদাক বলেন, এ জ্বরে মানুষ সাধারণত প্যারাসিটামল ও সর্দি-কাশির ওষুধে সুস্থ হয়ে যাচ্ছে। তাই বলে কোনো জ্বরকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে জ্বরের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন সাধারণ ফ্লু, ভাইরাস ফিভার, করোনা ও ডেঙ্গুর মতো সমস্যা। তাই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার