পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চার দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।
আতাউর রহমান রাজু জানান, সোনামসজিদ স্থলবন্দরে আমদানিকৃত কিছু পচনশীল পণ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে আগামী পয়লা মে হতে ৪ মে পর্যন্ত চার দিন সোনামসজিদ স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ মে বৃহস্পতিবার হতে যথারীতি বন্দরের সকল প্রকার কার্যক্রম চালু হবে।