তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় পানিতে ডুবে আনিশা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তানোর পৌর শহরের ভক্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আনিশা ওই গ্রামের আনিসুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু আনিশার পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আনিশাকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।