হোম > সারা দেশ > রাজশাহী

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন এলাকায়। লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্রায় ৪০ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে এই খাতে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের, বিশেষ করে রামগতির চর আবদুল্লাহ, চর রমিজ, পোড়াগাছা, চর আলেকজান্ডার, বড়খেরী, কমলনগরের পাটওয়ারীহাট, সাহেবেরহাট, চরকালকিনি, চরফলকন, সদরের চররমনী মোহন, চরমেঘা, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। পাশাপাশি টিওবওয়েলগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম দুর্ভোগে আছে বানবাসী মানুষ।  বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় পানিবন্দী আছে প্রায় সাড়ে লাখ মানুষ।

এ ছাড়া পশুপালন নিয়ে দেখা দিয়েছে সংকট। পাশাপাশি ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার মেঘনা নদী তীররক্ষা বাঁধের কাজও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না।

বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুরের ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে।

অন্যদিকে শরৎকালীন সবজি ও আমনের বীজতলাসহ প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে আরও ১০ কোটি টাকার বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ইতিমধ্যে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা এবং তাদের পাশে দাঁড়াতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনসহ সবার সহযোগিতায় এই দুর্যোগ মোকাবিলা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার