হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নকল বৈদ্যুতিক তার জব্দ  

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি কারখানায় নকল বৈদ্যুতিক তার তৈরি করা সময় অভিযান চালানো হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা কারখানাটিতে এ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরেছেন। এ সময় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ পুঠিয়ার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে ‘এবি ক্যাবলস’ নামের এই কারখানায় অভিযান চালান। অভিযানের সময় তিনি কারখানার মালিককে পাননি। তাঁর ভাই দেলোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

হাসান-আল-মারুফ জানান, এবি ক্যাবলসের বৈদ্যুতিক তার উৎপাদনের লাইসেন্স আছে। তারা নিজেদের নামে ক্যাবল তৈরি করতে পারবে। কিন্তু এই কারখানায় বিআরবি ও বিজলী ক্যাবলসহ নামি কোম্পানির তার তৈরি করা। এই তার কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। শুধু তাই নয়, বড় বড় ভবনে নিম্নমানের এই নকল তার ব্যবহারে ঝুঁকিও তৈরি হচ্ছে।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কারখানাটি থেকে তিন হাজার গজ মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও দুটি পিতলের চাকতি জব্দ করা হয়েছে। আর নকল তার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৫ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলেও জানান তিনি।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা