পবা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর এপিএস মো. ইকবাল আহমেদ।
ইকবাল আহমেদ জানান, জাতীয় সংসদে অংশ নিতে গতকাল শনিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ আসে তাঁর। আজ সকালে এমপি মোবাইলে করোনা পজিটিভ হওয়ার খবর পান। বর্তমানে তিনি ঢাকায় এমপি হোস্টেলে অবস্থান করছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।