হোম > সারা দেশ > রাজশাহী

পরীক্ষা না দিয়েও প্রাথমিকে বৃত্তির তালিকায় শিক্ষার্থীর নাম

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আজ মঙ্গলবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে তার নাম দেখে বিস্মিত শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা। 

এ ঘটনা ঘটেছে গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাঁচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বৃত্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম মিথিলা আক্তার মারিয়া। 

এ বিষয়ে পাঁচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিদ্যালয় থেকে দুজন ছেলে এবং ছয়জন মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ফরম পূরণ করে। এর মধ্যে মিথিলা আক্তার ফরম পুরণ করলেও পরীক্ষায় অনুপস্থিত ছিল। গত ৩০ ডিসেম্বর গাবতলী উপজেলা সদরে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাতজন অংশগ্রহণ করে। আজ প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলে মিথিলা আক্তারের নাম সাধারণ গ্রেডে দেখা যায়।’ 

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আরও বলেন, ‘ফলাফল দেখে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানাই। অফিস থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।’ 

এ বিষয়ে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও অফিশিয়াল কোনো ফলাফল পাইনি। পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা