হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার মূর্তি গেল জাতীয় জাদুঘরে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার হওয়া দুটি পাথরের মূর্তি ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মূর্তি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা ও নেজারত কালেক্টর মো. তৌফিক আজিজ। 

জেলা প্রশাসক জানান, গত ২৩ জানুয়ারি জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো. শুকুরুদ্দীনের জমিতে নালা খনন করছিলেন শ্রমিকেরা। এ সময় দুটি পাথরের মূর্তি দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূর্তি দুটি উদ্ধার করে জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা দেন।

এদিকে জেলা প্রশাসন উদ্ধার হওয়া মূর্তি দুটি হস্তান্তরের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মূর্তি দুটি হস্তান্তর করেন জাতীয় জাদুঘরের উপ-কিপার দিবাকর শিকদারের কাছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সহ-কিপার তাহমিদুন নবী ও সহ-কিপার গোলাম কাউসার। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার