কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ছাত্র-জনতা হত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) গেট থেকে এ বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাইফুল ইসলাম নামে রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বিক্ষোভে অংশ নিয়ে ছাত্র-জনতা ‘এক, দুই, তিন, চার, শেখ হাসিনা গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘স্বৈরাচার, গদি ছাড়’, ‘খুনি হাসিনা, গদি ছাড়’, ‘শেইম শেইম, ডিক্টেটর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকাল ১০টা থেকেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। প্রথম দিকে তাঁরা রুয়েটের ভেতরে আন্দোলন শুরু করেন। পরে তাঁদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকেরা যোগ দিলে তাঁরা মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আধা ঘণ্টার মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। এ সময় ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে অবস্থানকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন প্রতিবাদী দেয়াল লিখন লিখেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে নগরীর রেলগেট পর্যন্ত যাওয়ার পথে বিক্ষোভকারীরা তিনটি ট্রাফিক পুলিশ বক্স, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, রেলওয়ে গার্ড বক্স, রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়সহ বেশ কিছু সিসি ক্যামেরা ভাঙচুর করেন।