পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মেয়েকে নিয়ে উধাও ছাত্রলীগের নেতা। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেয়ের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
গত মঙ্গলবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরের দিন ৯ জুন বিকেলে ভুক্তভোগীর বাবা মেয়েকে উদ্ধারের জন্য থানা-পুলিশের দ্বারস্থ হন।
বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি তথ্যটি নিশ্চিত করে বলেন, আবদুস সোবহানের ছেলে বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কলেজপড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে তারা পালিয়ে যায়। মেয়ের সন্ধান চেয়ে বাবা গতকাল বুধবার বেলপুকুর মেট্রোপলিটন থানায় জিডি করেছেন।
মেয়ের সন্ধান চেয়ে আওয়ামী লীগ নেতার জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর মেট্রোপলিটন থানার ওসি আলমগীর হোসেন। তিনি বলেন, পুলিশ ওই মেয়েকে উদ্ধারের চেষ্টা করছে।