হোম > সারা দেশ > রাজশাহী

বাবাকে হত্যার ৩০ বছর পর সাজাপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ৩০ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আকছেদ আলী (৫৫) নামে এক আসামি। বাবাকে হত্যার অপরাধে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শনিবার সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আকছেদ আলী চারঘাট উপজেলার শলুয়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে। ১৯৯১ সালে আকছেদ আলী তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর পলাতক ছিলেন। 

মামলার বরাত দিয়ে চারঘাট মডেল থানার পুলিশ বলছে, আকছেদ আলী ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর পারিবারিক কলহকে কেন্দ্র করে তাঁর বাবা মহসিন আলীকে হত্যা করেন। এরপর ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে তাঁর পরিবার। দীর্ঘ সময় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বিচারকাজ শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পরও আকছেদ আলী পলাতক ছিলেন। তাঁর কোনো খোঁজ পায়নি। 

এরই মধ্যে পুলিশ জানতে পারে, আকছেদ আলী নাম-পরিচয় পাল্টে ঢাকায় বসবাস করছেন। পরে পুলিশও ছদ্মবেশে আকছেদ আলীকে নানা রকম প্রলোভন দেখিয়ে চারঘাটের শলুয়া গ্রামে নিয়ে আসে। এরপর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আকছেদ আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। আমরা নানা রকম কৌশল খাঁটিয়ে তাঁকে গ্রেপ্তার করেছি। আজ রোববার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা