হোম > সারা দেশ > রাজশাহী

বিয়ের আগের দিন রাতে নিজ কক্ষে মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেদোয়ান প্রামানিক (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেদোয়ান প্রামানিক সান্দিড়া পশ্চিম পাড়া এলাকার ইসাহাক প্রামানিকের ছেলে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান রেদোয়ান। ওই রাতে আনুমানিক সাড়ে ৩টার সময় তাঁর চাচাতো ভাই কক্ষে ঢুকতেই দেখতে পান ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন রেদোয়ান। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ওই কক্ষে গিয়ে মরদেহটি দেখতে পান। তবে মোবাইলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

পরিবারের সদস্যরা বলেন, রেদোয়ানের একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল। উভয় পক্ষ কথা বলে আজ তাঁদের বিয়ের দিন ধার্য করা হয়। এরপরেও কেন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এটা আমরা বুঝতে পারছি না। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা