হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের ৪ দিন পর ব্রিজের নিচে মিলল বৃদ্ধার লাশ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের চৌকিদহ ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই বৃদ্ধার নাম—রাবেয়া খাতুন (৭৬)। তিনি উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা এলাকার বাসিন্দা। 

রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’ 

তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’ 

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন