হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের ৪ দিন পর ব্রিজের নিচে মিলল বৃদ্ধার লাশ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার বিকেলে বাড়ির বাইরে বের হয়ে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ওই বৃদ্ধার ছেলের দাবি, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

আজ বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরশহরের চৌকিদহ ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ওই বৃদ্ধার নাম—রাবেয়া খাতুন (৭৬)। তিনি উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা এলাকার বাসিন্দা। 

রাবেয়া খাতুনের বড় ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় জিডি করেছি।’ 

তিনি আরও বলেন, ‘আজ বিকেলে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয়দের দেখায়। পরে তাঁর পড়নের কাপড় দেখে আমাদের মাকে শনাক্ত করি।’ 

এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল এ এসপি) অমৃত সূত্রধর আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরে আজ স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার