হোম > সারা দেশ > রাজশাহী

অটোরিকশায় সহযাত্রী তরুণীকে অশোভন ইঙ্গিত, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তার মো. রানা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।

ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।

বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।

তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক