হোম > সারা দেশ > রাজশাহী

গ্রাম্য চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে একটি কলার বাগান থেকে আবদুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধ গ্রাম্য চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবদুল মান্নান ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করেছে। 

আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী ফতেপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে লিটন আলী ও আব্দুর রশীদের ছেলে রবিউল ইসলাম। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান,  আবদুল মান্নান পেশায় একজন গ্রাম্য চিকিৎসক। স্থানীয় মালেকার মোড়ে তাঁর ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে দোকানে না গিয়ে ইফতার সামগ্রী সঙ্গে নিয়ে নিজের পাট খেতে কাজ করতে যান তিনি। কিন্তু সন্ধ্যার পরেও পাট খেতের কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।  পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাটখেতের পাশের কলার বাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ সময় স্বজনেরা তাঁর মরদেহ শনাক্ত করেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  এ ঘটনায় নিহতের ছেলে মাহিম হোসেন লেমন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করেছে। 

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বলেন, শুক্রবার সন্ধ্যার পরে কোনো এক সময় দুর্বৃত্তরা আব্দুল মান্নানকে গলা কেটে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে রাখে। এ ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, ‘আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা