হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান হতে চান এমপির ছেলে-শাশুড়ি-শ্যালক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বর্তমান সংসদ সদস্যের ছেলে, শ্যালক, শাশুড়িসহ চারজন। এ ছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১০ জন। ঘনিষ্ঠ আত্মীয়দের তিনজন মনোনয়নপত্র জমা দেওয়ায় বিষয়ে স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

২৯ মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান। 

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া চার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ আসনের বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরীফ সঞ্চয়, তাঁর শ্যালক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও শাশুড়ি মোছা. ফাতেমা বেগম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাকী, শিবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল শাফি তালুকদার, সাবেক ছাত্রদল নেতা শাহ নেওয়াজ বিপুল, আরিফ প্রামাণিক ও গণেশ প্রসাদ কানু। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁরা হলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জান্নাতি আক্তার টুম্পা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা খাতুন, ময়দানহাট্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানজিলা আক্তার পপি, ববিতা ফেরদৌসী ও রুলি বিবি।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৪ জন প্রার্থী পাওয়া গেছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ মে। ৯ থেকে ১১ মে (তিন দিন) আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে ও প্রতীক বরাদ্দ ১৩ মে।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’