হোম > সারা দেশ > রাজশাহী

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাকাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

৩৭ বছর পর মুনাফার মুখ দেখল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি দুই কোটি ৯৮ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে। এর আগে ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকের লোকসানের পরিমাণ ২২৪ কোটি ১৫ লাখ টাকা। পরের অর্থবছরেই ঘুরে দাঁড়ায় ব্যাংকটি। 

আজ বৃহস্পতিবার রাকাবের জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি খাতে উত্তর-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। প্রতিষ্ঠার ৩৭ বছর পর লোকসানের ধকল কাটিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক হিসাব সমাপনীতে নিট মুনাফাসহ আর্থিক সূচকে ধনাত্মক অগ্রগতি অর্জন করেছে ব্যাংকটি। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের দেওয়া সব লক্ষ্যমাত্রাও শতভাগ অর্জিত হয়েছে। 

আরও বলা হয়, রাকাবকে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই শ্রেণিকৃত ঋণ আদায়কে গুরুত্ব দিয়ে ব্যাংক ব্যবস্থাপনা সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। 

এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান গ্রহণ করেন। তাই লোকসানি শাখা গত বছরের ৬০টি থেকে ৪৮টি হ্রাস পেয়ে এ বছর ১২ টিতে নেমে আসে। আমানত স্থিতি আগের বছরের ৬ হাজার ৭৭৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১৮০ কোটি টাকায় ও ঋণ স্থিতি ৭ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৮৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। 

একই সঙ্গে শ্রেণিকৃত ঋণ স্থিতি ১ হাজার ৪৩০ কোটি টাকা থেকে হ্রাস পেয়ে ১ হাজার ২৪২ কোটি টাকায় এবং শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবাসমূহ স্বল্প খরচে দ্রুততার সঙ্গে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ফলে নন-ফান্ডেড আয়ও বৃদ্ধি পেয়েছে। 

রাকাব গ্রাহকেরা এখন ঘরে বসে ব্যাংক হিসাব খোলা, মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার, নেসকো, ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিল দেওয়া, মোবাইল অপারেটর রিচার্জ, আরটিজিএস, কিউআর কোডের মাধ্যমে চেক ব্যতীত টাকা উত্তোলন, বিইএফটিএনসহ আধুনিক সব ব্যাংকিং সেবা পাচ্ছেন। ফলে রাকাবের ব্যবসায়িক পরিধি প্রসারিত হচ্ছে। 

 ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) তৎকালীন রাজশাহী বিভাগের শাখাগুলো নিয়ে গঠন করা হয় রাকাব। বর্তমানে এটির বিস্তৃতি রাজশাহী ও রংপুর বিভাগে। সম্প্রতি বিকেবির সঙ্গে রাকাবকে একীভূত করার প্রক্রিয়া শুরু হলে এর বিরোধিতা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’