হোম > সারা দেশ > রাজশাহী

স্যালাইন খাওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ, আটক ৪ 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাংয়ের মিশ্রণ খাওয়ার পর জিম খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার মাসহ  তিনজন। গতকাল সোমবার সন্ধ্যায় এই মিশ্রণ পান করার পর অসুস্থ হয়ে পড়ে তারা। রাতে শিশুটি মারা যায়। 

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য স্যালাইন ও ইস্পি ট্যাং যে দোকান থেকে কেনা হয়েছে, তার দোকানদার ও সেলসম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান শিশুর মৃত্যু ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জিম খাতুন উপজেলার বেলগাছি গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন নিহতের মা পারভিন খাতুন, বোন রিয়া ও মিথিলা। 

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয়দের সূত্রে জানান, সোমবার সন্ধ্যায় শবে বরাতের নফল রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাংয়ের মিশ্রণ গুলিয়ে পান করেন পারভিন খাতুন। এ সময় তাঁর সঙ্গে তিন সন্তান জিম, রিয়া ও মিথিলা ওরস্যালাইন এবং ইস্পি ট্যাংয়ের শরবত পান করে। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. ফয়সাল হোসেন বলেন, অসুস্থ অবস্থায় প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সিরাজগঞ্জে পাঠান। এখানে আসার পর জিম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জিমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্যালাইন ও ইস্পি ট্যাংয়ের দোকানদার আমিনুল ইসলাম, এগুলোর সেলসম্যান আনিছুর রহমান, ভ্যানে করে সরবরাহকারী হাফিজ শেখ ও সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় এনেছি। স্যালাইন ও ট্যাং জব্দ করা হয়েছে। এগুলোতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু আছে কি না, তা পরীক্ষা করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার